বগুড়ার সাবেক সমন্বয়ক সাকিব খান সাইবার আইনের মামলায় গ্রেপ্তার
- Update Time : ০৩:২৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
- / ৩৯ Time View
স্টাফ রিপোর্টার,
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বগুড়ায় প্রথম সারিতে নেতৃত্ব দেওয়া তরুণ ও সাবেক সমন্বয়ক সাকিব খানকে গ্রেতার করেছে শাহবাগ থানা পুলিশ।
সোমবার দিবাগত রাত তিনটার দিকে বগুড়া শহরের নারুলী এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাকিব খান শহরের নারুলী এলাকার ফরহাদ খানের ছেলে।
বগুড়া সদর থানা পুলিশ জানায়, ঢাকার শাহবাগ থানায় সাইবার নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির বলেন, রাত তিনটার দিকে শাহবাগ থানা পুলিশের তাদের জানান সাইবার নিরাপত্তা আইনে সাকিবকে গ্রেপ্তার করা হয়েছে। এর বাইরে জেলা পুলিশের কাছে কোন তথ্য জানা নেই।
উল্লেখ্য, বগুড়ায় ২০২৪ -এর জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সাকিব খান সক্রিয় ভূমিকা পালন করেন। পরে কেন্দ্র থেকে তাকে এ আন্দোলনের স্থানীয় সমন্বয়কের দায়িত্বও দেয়া হয়।



















