০৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী ও রেজাউল করিম বাদশার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ০৪:০৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • / ১৪ Time View

 

মো: সাদিকুর রহমান,বগুড়া।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীর রাষ্ট্রনায়ক হিসেবে পরিচিত তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় নানা কর্মসূচির আয়োজন করা হয়। সেই কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বগুড়া শহরের শাহ ফতেহ আলী আহলে হাদিস মসজিদে দোয়া মাহফিল, মিলাদ ও এতিমদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে। একই সঙ্গে বগুড়া জেলা বিএনপির সভাপতি, বগুড়া পৌরসভার সাবেক মেয়র ও জনপ্রিয় রাজনীতিবিদ মোঃ রেজাউল করিম বাদশার আশু রোগমুক্তি কামনাও করা হয়।

বগুড়া জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ রিপনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও মুসল্লিদের অংশগ্রহণে পুরো মসজিদ প্রাঙ্গণ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সোলায়মান আলী।
তিনি বলেন, “তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের প্রতীক। তাঁর জন্মদিনে দোয়া করা আমাদের নৈতিক দায়িত্ব। একই সঙ্গে রেজাউল করিম বাদশা ভাই আমাদের জেলার গর্ব, তাঁর দ্রুত সুস্থতা কামনা করি।

এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সহ-সভাপতি সবুজ দেওয়ান, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল কবির রাশেদসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে দেশের শান্তি, সমৃদ্ধি, দলের ঐক্য ও সকল নেতাকর্মীর মঙ্গল কামনা করা হয়। বিশেষ মোনাজাতে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং রেজাউল করিম বাদশার দ্রুত আরোগ্য কামনা করে হাত তোলা হয়।

মাহফিল শেষে নুর মোহাম্মদ রিপনের উদ্যোগে এতিম শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের মানবিক আয়োজন দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করে।

দিনব্যাপী কর্মসূচি শেষে উপস্থিত নেতৃবৃন্দ আগামী দিনগুলোতে বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

বগুড়ায় তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী ও রেজাউল করিম বাদশার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

Update Time : ০৪:০৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

 

মো: সাদিকুর রহমান,বগুড়া।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীর রাষ্ট্রনায়ক হিসেবে পরিচিত তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় নানা কর্মসূচির আয়োজন করা হয়। সেই কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বগুড়া শহরের শাহ ফতেহ আলী আহলে হাদিস মসজিদে দোয়া মাহফিল, মিলাদ ও এতিমদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে। একই সঙ্গে বগুড়া জেলা বিএনপির সভাপতি, বগুড়া পৌরসভার সাবেক মেয়র ও জনপ্রিয় রাজনীতিবিদ মোঃ রেজাউল করিম বাদশার আশু রোগমুক্তি কামনাও করা হয়।

বগুড়া জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ রিপনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও মুসল্লিদের অংশগ্রহণে পুরো মসজিদ প্রাঙ্গণ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সোলায়মান আলী।
তিনি বলেন, “তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের প্রতীক। তাঁর জন্মদিনে দোয়া করা আমাদের নৈতিক দায়িত্ব। একই সঙ্গে রেজাউল করিম বাদশা ভাই আমাদের জেলার গর্ব, তাঁর দ্রুত সুস্থতা কামনা করি।

এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সহ-সভাপতি সবুজ দেওয়ান, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল কবির রাশেদসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে দেশের শান্তি, সমৃদ্ধি, দলের ঐক্য ও সকল নেতাকর্মীর মঙ্গল কামনা করা হয়। বিশেষ মোনাজাতে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং রেজাউল করিম বাদশার দ্রুত আরোগ্য কামনা করে হাত তোলা হয়।

মাহফিল শেষে নুর মোহাম্মদ রিপনের উদ্যোগে এতিম শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের মানবিক আয়োজন দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করে।

দিনব্যাপী কর্মসূচি শেষে উপস্থিত নেতৃবৃন্দ আগামী দিনগুলোতে বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।