১২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সেবায় মনোনয়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ১২:১৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • / ১০ Time View

স্টাফ রিপোর্টারঃ

প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং কমিউনিটি ক্লিনিকের সেবার মানোন্নয়ন বিষয়ক এক গুরুত্বপূর্ণ অবহিতকরণ সভা আজ বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১২ নভেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের উদ্যোগে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংকের সাবেক সিনিয়র হেলথ অ্যান্ড নিউট্রিশন স্পেশালিষ্ট ড. জিয়াউদ্দিন হায়দার। এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) আখতারুজ্জামান, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট স্বাস্থ্য সেবা বিভাগের পরিচালক (প্রশাসন, অর্থ ও প্রকিউরমেন্ট, আইসিটি ও গবেষণা) উপসচিব মোঃ নাছির উদ্দিন, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট স্বাস্থ্য সেবা বিভাগের পরিচালক (মাঠ প্রশাসন) ডা. আসিফ মাহমুদ, পরামর্শক স্থপতি মনজুর কে এইচ উদ্দিন, পুষ্টি পরামর্শক মো: ফেরদৌস।
রাজশাহী ও রংপুর বিভাগের বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ, পাবনা, নাটোর ও গাইবান্ধা জেলা থেকে আগত প্রায় ৫৫০ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার (সিএইচসিপি) এই অবহিতকরণ সভায় অংশ নেন। বিপুল সংখ্যক এই প্রভাইডারেরা তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।
অনুষ্ঠানে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তৈরির মাধ্যমে সেবার মান বৃদ্ধি, হেলথ প্রভাইডার এবং গ্রামীণ জনগণের প্রশিক্ষণ প্রদান, ঔষধ সরবরাহ বৃদ্ধি সহ কমিউনিটি ক্লিনিকের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা সেবার গুণগত মান নিশ্চিত করে দেশের ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে মানসম্পন্ন প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানে জোর দেন।
প্রধান অতিথি ড. জিয়াউদ্দিন হায়দার তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিকগুলোর ভূমিকার প্রশংসা করেন এবং সেবার মান ধরে রাখতে কর্মীদের আরও পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

বগুড়ায় কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সেবায় মনোনয়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Update Time : ১২:১৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং কমিউনিটি ক্লিনিকের সেবার মানোন্নয়ন বিষয়ক এক গুরুত্বপূর্ণ অবহিতকরণ সভা আজ বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১২ নভেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের উদ্যোগে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংকের সাবেক সিনিয়র হেলথ অ্যান্ড নিউট্রিশন স্পেশালিষ্ট ড. জিয়াউদ্দিন হায়দার। এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) আখতারুজ্জামান, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট স্বাস্থ্য সেবা বিভাগের পরিচালক (প্রশাসন, অর্থ ও প্রকিউরমেন্ট, আইসিটি ও গবেষণা) উপসচিব মোঃ নাছির উদ্দিন, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট স্বাস্থ্য সেবা বিভাগের পরিচালক (মাঠ প্রশাসন) ডা. আসিফ মাহমুদ, পরামর্শক স্থপতি মনজুর কে এইচ উদ্দিন, পুষ্টি পরামর্শক মো: ফেরদৌস।
রাজশাহী ও রংপুর বিভাগের বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ, পাবনা, নাটোর ও গাইবান্ধা জেলা থেকে আগত প্রায় ৫৫০ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার (সিএইচসিপি) এই অবহিতকরণ সভায় অংশ নেন। বিপুল সংখ্যক এই প্রভাইডারেরা তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।
অনুষ্ঠানে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তৈরির মাধ্যমে সেবার মান বৃদ্ধি, হেলথ প্রভাইডার এবং গ্রামীণ জনগণের প্রশিক্ষণ প্রদান, ঔষধ সরবরাহ বৃদ্ধি সহ কমিউনিটি ক্লিনিকের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা সেবার গুণগত মান নিশ্চিত করে দেশের ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে মানসম্পন্ন প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানে জোর দেন।
প্রধান অতিথি ড. জিয়াউদ্দিন হায়দার তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিকগুলোর ভূমিকার প্রশংসা করেন এবং সেবার মান ধরে রাখতে কর্মীদের আরও পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান।