৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ পাহারায় বেরোলেন দুই উপদেষ্টা ও প্রেস সচিব
- Update Time : ০৮:৪৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
- / ১৯১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ
৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ পাহারায় বেরোলেন দুই উপদেষ্টা ও প্রেস সচিব
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নয় ঘণ্টা আটকে থাকার পরে আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব পুলিশি প্রহরায় অবরুদ্ধ অবস্থা থেকে বের হয়ে এসেছেন।
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় সারাদিনই আটকে থাকার পর সন্ধ্যায় পুলিশের পাহারায় বের হয়ে আসেন তারা।
আজ সকাল দশটার পরপর তারা সেখানে গিয়েছিলেন কিন্তু এরপর তার বেরিয়ে আসতে পারেন নি।
বিকেলে একবার কলেজ থেকে বের হওয়ার পর দিয়াবাড়ি মোড়ে আবার বাধার মুখে পড়েন তারা। বিক্ষোভের মুখে তখন তারা আবার ফেরত যেতে বাধ্য হয়েছিলেন।
পরে পুলিশের উপস্থিতি সেখানে বাড়ানো হয়।
যদিও দুই উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে যাওয়ার পর পরিস্থিতি আগের চেয়ে জটিল আকার ধারণ করে।
বেলা বাড়ার সাথে রাজউক উত্তরা মডেল কলেজেসহ আশেপাশের অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও মাইলস্টোনের শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভে যোগ দেয়।
শেষ পর্যন্ত সন্ধ্যার পর পুলিশি প্রহরায় বের হয়ে আসেন দুই উপদেষ্টা ও প্রেস সচিব।










