বগুড়া-৭ আসনে মোটরসাইকেল শোভাযাত্রায় দাঁড়িপাল্লায় ভোট চাইলেন গোলাম রব্বানী
- Update Time : ০৯:৫১:২৫ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / ৩৪ Time View

স্টাফ রিপোর্টার,
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানীর নেতৃত্বে শনিবার সকালে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শহরের উল্কা মাঠ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি বাগবাড়ী, দুর্গাহাটা ও গাবতলী হয়ে কাগইল ইউনিয়নের কারুনাকান্তি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পথে পথে স্থানীয় জনতা দাঁড়িপাল্লার পক্ষে শ্লোগান দিয়ে শোভাযাত্রাকে স্বাগত জানান।
শোভাযাত্রায় জামায়াতে ইসলামী বগুড়া জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
শেষে এক পথসভায় গোলাম রব্বানী বলেন, “বাংলাদেশ আল্লাহর দেশ, এটি চলবে আল্লাহর আইনে। আগামী নির্বাচনে সৎ ও ইসলামপন্থী প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
















