বগুড়া-১ আসনে তরুণ প্রজন্মের নতুন মুখ সৈকত আলীর মনোনয়ন সংগ্রহ
- Update Time : ১১:১৬:২১ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
- / ৭৬ Time View

স্টাফ রিপোর্টার,
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-১ (সোনাতলা–সারিয়াকান্দি) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় ছাত্রশক্তি বগুড়া জেলা শাখার সদস্য সচিব ও তরুণ ছাত্রনেতা মো. সৈকত আলী। তিনি জুলাই মাসের গণআন্দোলনে সামনের সারিতে অংশ নিয়ে আহত হওয়ায় রাজনৈতিক অঙ্গনে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচিতি পেয়েছেন।
মনোনয়ন নেওয়ার পর সৈকত আলী বলেন, “জুলাই আন্দোলনের চেতনা বুকে নিয়ে তরুণদের অধিকার, রাজনৈতিক ন্যায়বিচার এবং বঞ্চনার বিরুদ্ধে কথা বলতে চাই। জনগণের কণ্ঠস্বর সংসদে পৌঁছে দিতে চাই।”
তিনি আরও বলেন, “রাজনীতি এখন জনগণের হাতে ফিরে যাচ্ছে। পরিবর্তনের রাজনীতি তৃণমূল থেকে শুরু হয়—আমি সেই কাজটিই করতে চাই।”
জুলাই আন্দোলনে আহত হওয়ার পর থেকেই তরুণ ভোটারদের মাঝে সৈকত আলীকে ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নতুন প্রজন্মের প্রতিনিধিত্বকারী প্রার্থী হিসেবে তিনি বগুড়া-১ আসনে একটি শক্তিশালী ‘বিকল্প রাজনৈতিক ধারা’ তৈরি করতে সক্ষম হয়েছেন।
মাঠপর্যায়ের সাংগঠনিক কর্মকাণ্ড, ছাত্র রাজনীতিতে সক্রিয় ভূমিকা এবং গণদাবির পক্ষে তার অবস্থান স্থানীয়ভাবে ইতিবাচক প্রভাব ফেলেছে বলেও জানা গেছে।










