০৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষ নিহত ৩, আহত ২

Reporter Name
  • Update Time : ০২:২৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪৭ Time View

 

স্টাফ রিপোর্টার,

বগুড়ার সারিয়াকান্দিতে বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের বাবা–ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন মা ও মেয়ে। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার ফুলবাড়ি কাঠালতলা এলাকায়।

নিহতরা হলেন, গাইবান্ধার সাঘাটা উপজেলার কুঠিবাড়ি গ্রামের বিপুল চন্দ্র দাস (৩৮), তার ছেলে বিপ্লব চন্দ্র দাস (৫) এবং অটোরিকশাচালক শিবগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের শুকুর আলী (৪০)।

আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বিপুলের স্ত্রী মমতা রানী দাস (৩২) ও কন্যা রুপা মনি দাস (১২)।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম জানান, দুর্গাপূজার ছুটিতে পরিবার নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন বিপুল। ঢাকাগামী বাস থেকে ভোরে বগুড়ায় নামার পর নারচী গ্রামের উদ্দেশ্যে একটি সিএনজি অটোরিকশা ভাড়া নেন তারা। পথে ফুলবাড়ি কাঠালতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির বালুবাহী একটি ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে–মুচড়ে যায়।

ঘটনাস্থলেই প্রাণ হারান চালক শুকুর আলী। গুরুতর আহত অবস্থায় পরিবারের বাকি সদস্যদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে মারা যান বিপুল ও তার ছেলে বিপ্লব।

ওসি জামিরুল ইসলাম আরও জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে যায়। ট্রাকটি পুলিশ জব্দ করেছে। নিহতদের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয়দের অভিযোগ, এ সড়কে অতিরিক্ত গতির ট্রাক চলাচল ও চালকদের বেপরোয়া মনোভাবের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। প্রশাসনের তদারকি ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Tag :

Please Share This Post in Your Social Media

বগুড়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষ নিহত ৩, আহত ২

Update Time : ০২:২৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

 

স্টাফ রিপোর্টার,

বগুড়ার সারিয়াকান্দিতে বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের বাবা–ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন মা ও মেয়ে। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার ফুলবাড়ি কাঠালতলা এলাকায়।

নিহতরা হলেন, গাইবান্ধার সাঘাটা উপজেলার কুঠিবাড়ি গ্রামের বিপুল চন্দ্র দাস (৩৮), তার ছেলে বিপ্লব চন্দ্র দাস (৫) এবং অটোরিকশাচালক শিবগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের শুকুর আলী (৪০)।

আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বিপুলের স্ত্রী মমতা রানী দাস (৩২) ও কন্যা রুপা মনি দাস (১২)।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম জানান, দুর্গাপূজার ছুটিতে পরিবার নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন বিপুল। ঢাকাগামী বাস থেকে ভোরে বগুড়ায় নামার পর নারচী গ্রামের উদ্দেশ্যে একটি সিএনজি অটোরিকশা ভাড়া নেন তারা। পথে ফুলবাড়ি কাঠালতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির বালুবাহী একটি ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে–মুচড়ে যায়।

ঘটনাস্থলেই প্রাণ হারান চালক শুকুর আলী। গুরুতর আহত অবস্থায় পরিবারের বাকি সদস্যদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে মারা যান বিপুল ও তার ছেলে বিপ্লব।

ওসি জামিরুল ইসলাম আরও জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে যায়। ট্রাকটি পুলিশ জব্দ করেছে। নিহতদের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয়দের অভিযোগ, এ সড়কে অতিরিক্ত গতির ট্রাক চলাচল ও চালকদের বেপরোয়া মনোভাবের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। প্রশাসনের তদারকি ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।