বগুড়াকে আধুনিক শহরে রূপান্তর করতে ধানের শীষে ভোট দিন — সাবেক ছাত্রনেতা আরমান হোসেন ডলার
- Update Time : ১১:২৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / ২৩ Time View

স্টাফ রিপোর্টার,
বগুড়া জেলার কাহালু উপজেলায় তরুণ ভোটার ও স্থানীয় নেতৃবৃন্দের উদ্যোগে সাংগঠনিক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও তরুণদের উৎসাহব্যঞ্জক উপস্থিতি লক্ষ্য করা যায়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা ও জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক, চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার।
প্রধান অতিথির বক্তব্যে আরমান হোসেন ডলার বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব মোঃ মোশারফ হোসেনকে বিপুল ভোটে বিজয়ী করতে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, “বগুড়াকে একটি আধুনিক ও গতিশীল শহরে রূপান্তর করতে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি গঠনে যুবসমাজের মতামত বড় ভূমিকা পালন করে।”
আরমান ডলার আরও বলেন, তরুণদের ইতিবাচক সহযোগিতা ভবিষ্যতের রাজনৈতিক অগ্রযাত্রাকে আরও গতিময় করবে এবং বগুড়ার উন্নয়নের স্বার্থে ধানের শীষের বিজয় নিশ্চিত করা প্রয়োজন।
সাংগঠনিক আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন—
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাহালু উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ আবু রায়হান, সাংবাদিক মোহাম্মদ আব্দুল মতিন খন্দকার টিটু, এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতা ফিজিওথেরাপিস্ট মোঃ আব্দুর রশিদ, জিসাস জেলা কমিটির সদস্য মোঃ জিম হোসেন, মোঃ আকাশ মোল্লা ও মোঃ বোরহান উদ্দিন।
এ ছাড়াও কাহালুর তরুণ ভোটারদের মধ্যে উপস্থিত ছিলেন— মোঃ সাব্বির হোসেন, মোঃ মিলন মিয়া, মোঃ রিফাত হোসেন, মোঃ ফয়সাল আহমেদ প্রমুখ।।
















