খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে — আরমান হোসেন ডলার
- Update Time : ১১:৪৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / ৮৩ Time View

স্টাফ রিপোর্টারঃ
খেলাধুলা ও বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রমের মধ্য দিয়েই তরুণ প্রজন্মকে মাদকসহ সবধরনের অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন বিশিষ্ট রাজনীতিবিদ, সাংবাদিক ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সভাপতি, চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার।
৭ই নভেম্বর (শুক্রবার) বগুড়া সদর উপজেলার ১৫নং ওয়ার্ডের পালশা পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত “ছোট বার ফুটবল টুর্নামেন্ট”-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আরমান হোসেন ডলার বলেন,
“খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি যুব সমাজকে শৃঙ্খলা, ঐক্য ও নেতৃত্বের পথে এগিয়ে নিয়ে যায়। তরুণদের মাদক থেকে দূরে রেখে সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আয়োজকদের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন,
“যেসব পরিশ্রমী তরুণ ভাইয়েরা এমন একটি সুন্দর উদ্যোগ নিয়েছেন, তারা এলাকার যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করছেন এবং মাদকসহ সকল অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার ইতিবাচক ভূমিকা রাখছেন — এটি অত্যন্ত প্রশংসনীয়।”
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক দর্শক খেলোয়াড়দের উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন।
শেষে আরমান হোসেন ডলার অংশগ্রহণকারী সকল দলের প্রতি দোয়া ও শুভকামনা জানিয়ে বলেন,
“আশা করি টুর্নামেন্টটি সুন্দর ও প্রাণবন্তভাবে সম্পন্ন হবে এবং খেলোয়াড়রা খেলাধুলার মনোভাব বজায় রাখবেন।”















